সম্প্রতি দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাস্কর্য নিয়ে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে হেফাজতে ইসলামের যুগ্ম মহাস’চিব মাওলানা মামুনুল হক এর বক্তব্যের পর থেকেই
সরগরম হয়ে ওঠে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এবং পক্ষে বিপক্ষে কথা উঠছে নানান সাম্প্রতিককালে এই ভাস্কর্যের ইস্যুতে দেশের আলেম-ওলামা সম্প্রদায়ের প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বক্তব্য সেটা ব্যাপকভাবে সাড়া ফে’লেছে অনলাইনে
সাম্প্রতিক ভাস্কর্য ইস্যুতে দেশের আলেম-ওলামা সম্প্রদা’য়ের প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সং’সদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।
মেয়র তাপসের প্রতি ইঙ্গিত করে ভিপি নুর বলেছেন, স’রকার পশ্চিমাদের দেখানোর জন্য সুপরিকল্পিতভাবে ইসলাম বিদ্বেষ তৈরি করছে। আলেম-ওলামাদের কাঠ মোল্লা
জামায়াত-শিবির বলে নানা ভাষায় গা’/লি দিচ্ছে। আমরা দেখি এই নগরের বিনা ভোটের মেয়র (ডিএসসিসি মেয়র শেখ তাপসের প্রতি ইঙ্গিত করে) আলেম-ওলামাদের কটাক্ষ করে
বলেন, তোমাদের বাপ-মা ’পি’/’টা’/ই’/য়া/ মাদরাসায় পাঠাইছে তাই তোমরা আলেম হইছো। আমি ঘরে বসে আলিফ, বা, তা, ছা শিখে অনেক শিক্ষিত হয়েছি।
আমি বলবো- তুমি জালেমে পরিণত হয়েছো। আজকে আলেম’দের বি’রুদ্ধে তোমরা অবস্থান নিয়েছো।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টন মোড়ে ঢাকসুতে এক বছর পূর্তি ও বিচারহীনতার প্র’তিবাদে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নুর বলেন, অনুমতি ছাড়া সভা-সমাবেশ নি’ষিদ্ধ করেছে ডিএমপি। আমরা ডিএমপির কোনও অনুমতি নিয়ে আজকের সমাবেশ করিনি।
আমরা কোনো প্রকার সভা-সমাবেশ করার জন্য এই অ’বৈধ ভোটারবিহীন স’রকার বা ডিএমপির ধার ধারি না।
সম্প্রতি সময়ে বাংলাদেশ ভাস্কর্য ইস্যু নিয়ে ব্যাপক কথা উঠছে ভাস্কর্য ইস্যুতে পক্ষে-বিপক্ষে কথা উঠছে বিভিন্ন সাম্প্রতিক সময়ে ভাস্কর্য ইস্যু নিয়ে দেশের আলেম-ওলামা ও সম্প্রদায়ের
মতবি’রোধ ব্যাপক ভাবে লক্ষণীয় অনেক আলেম-ওলামা’রা বলছেন যে ভাস্কর্য হারাম এবং ইসলামের ভাস্কর্যের কোন স্থান নেই আবার অনেকে ব্যাখ্যা দিচ্ছেন যে ভাস্কর্যের মূর্তির কোন শেষ নেই ভাস্কর্য এবং মূর্তি দুটো আলাদা জিনিস